Search This Blog

Tuesday, February 17, 2015

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ শুরু হচ্ছে আজ

দেশের ৬৪ জেলার নতুন ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ শুরু হচ্ছে আজ। এবারও শুরু হয়েছে নজিরবিহীন তদবির বাণিজ্য। মন্ত্রী-এমপিরা, নেতারাও ছুটছেন প্রার্থীদের তালিকা নিয়ে। তাদের এই ছোটাছুটি আর তদবিরে দিশাহারা জেলার পুলিশ সুপাররা (এসপি)। কয়েকজন প্রার্থীর অভিভাবক জানান, স্থানীয় এমপির ডিও আনতে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান বলেন, নিয়োগ নিয়ে কোনো ধরনের তদবির বা সুপারিশের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ১০ হাজার কনস্টেবল নিয়োগের ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন মহিলা পুলিশ রয়েছে। জেলাগুলোতে অনুষ্ঠিত হবে আগামী ১৯, ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। জেলার মন্ত্রী, মন্ত্রী মর্যাদার কর্মকর্তা, এমপি, সরকারি দলের কেন্দ্রীয় নেতারা কনস্টেবল পদে নিয়োগের জন্য এলাকাভিত্তিক তালিকা দিচ্ছেন।  অভিযোগ রয়েছে, পুলিশ নিয়োগে দুই থেকে পাঁচ লাখ টাকা আদায় করা হচ্ছে। প্রায় প্রতিটি জেলায় একই অবস্থা।



  
SOURCE :  Chittagong Daily

No comments:

Post a Comment