Search This Blog

Thursday, February 26, 2015

জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি কার্ড) এর ছবি পরিবর্তন তথ্য পরিবর্তন ও নতুন ভোটার হোন

জাতীয় পরিচয়পত্র, ছবি পরিবর্তন তথ্য পরিবর্তন নতুন ভোটার হোন অনলাইনে




বাংলাদেশের ১৮ বৎসর বয়সী ভোটার হবার উপযুক্ত সকল নাগরিকের জন্য  





ন্যাশনাল আইডি কার্ডের ছবি পরিবর্তন তথ্য পরিবর্তন নতুন ভোটার হবার  
বিস্তারিত নিয়মকানুন জানুন



Tuesday, February 17, 2015

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ শুরু হচ্ছে আজ

দেশের ৬৪ জেলার নতুন ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ শুরু হচ্ছে আজ। এবারও শুরু হয়েছে নজিরবিহীন তদবির বাণিজ্য। মন্ত্রী-এমপিরা, নেতারাও ছুটছেন প্রার্থীদের তালিকা নিয়ে। তাদের এই ছোটাছুটি আর তদবিরে দিশাহারা জেলার পুলিশ সুপাররা (এসপি)। কয়েকজন প্রার্থীর অভিভাবক জানান, স্থানীয় এমপির ডিও আনতে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান বলেন, নিয়োগ নিয়ে কোনো ধরনের তদবির বা সুপারিশের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ১০ হাজার কনস্টেবল নিয়োগের ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন মহিলা পুলিশ রয়েছে। জেলাগুলোতে অনুষ্ঠিত হবে আগামী ১৯, ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। জেলার মন্ত্রী, মন্ত্রী মর্যাদার কর্মকর্তা, এমপি, সরকারি দলের কেন্দ্রীয় নেতারা কনস্টেবল পদে নিয়োগের জন্য এলাকাভিত্তিক তালিকা দিচ্ছেন।  অভিযোগ রয়েছে, পুলিশ নিয়োগে দুই থেকে পাঁচ লাখ টাকা আদায় করা হচ্ছে। প্রায় প্রতিটি জেলায় একই অবস্থা।



  
SOURCE :  Chittagong Daily

Wednesday, February 11, 2015

পুলিশের ৫০ হাজার জনবল

বছরের ডিসেম্বরের মধ্যে পদ সৃষ্টি করে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ করার মহাপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।

পুলিশের জনবল বাড়লে ৭৫০টি বিসিএস ক্যাডার কর্মকর্তার পদ সৃষ্টি হবে।



তাহলে নতুন করে
অতিরিক্ত আইজি ১১ জন, 
ডিআইজি ২৮ জন, 
অতিরিক্ত ডিআইজি ৪৫ জন, 
পুলিশ সুপার (এসপি) ১৮২ জন, 
অতিরিক্ত এসপি ৩৫১ জন ও
এএসপি ১৩৩ জনকে নিয়োগ হবে। 

এছাড়া ২৯৮৫ জন ইন্সপেক্টর, 
৯১৭৭ জন এসআই, 
৩৬৫ জন সার্জেন্ট, 
৮২১২ জন নিরস্ত্র এএসআই, 
১৭৭১ জন সশস্ত্র এএসআই, 
৪৩৩ জন এটি এসআই, 
৯৭৬ জন নায়েক, 
২১৩৪৫ জন কনস্টেবল এবং 
তিন হাজার ৯৮৬ জন সিভিল কর্মচারীর পদ সৃষ্টি হবে।

সূত্র.......... # স্বরাষ্ট্র_মন্ত্রণালয়। 

√√√সকল পুলিশ সদস্যকে জানানোর জন্য পোষ্টটি শেয়ার করুন।




PLEASE WAITE  5 SECOND AND CLICK SKIP AD